হাটহাজারী পৌরসভার নকশাকারকের বিরুদ্ধে নারীর মামলা

বিয়ে করে অস্বীকারের অভিযোগ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভার নকশাকারক (উপসহকারী প্রকৌশলী) মুমিনুল হকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গত রোববার চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন এক নারী।

মামলা সূত্রে জানা যায়, অভিযুক্তের সাথে ২০২০ সালের ডিসেম্বরে মোবাইল ফোনে পরিচয় হয় ভুক্তভোগী নারীর। এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, পরে তাদের বিয়ে হয়। তবে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে গোপন রাখে বিয়ের বিষয়। বিয়ের প্রায় আড়াই বছর পর ভুক্তভোগী জানতে পারে তার স্বামী পরকিয়ায় আসক্ত। প্রতিবাদ করায় ভুক্তভোগী নারীর সাথে বিয়ে অস্বীকার করে সম্পর্ক ছিন্ন করে অভিযুক্ত মুমিন।

এ ব্যাপারে অভিযুক্তের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান গণমাধ্যমকে জানান, মামলার কপি পাওয়ার পর পরই সরকারি নিয়ম অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেড় টন ইলিশ মাছ জব্দের পর এতিমখানায় বিতরণ
পরবর্তী নিবন্ধশুলকবহর ওয়ার্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ