খাদ্য সিন্ডিকেটের সাথে জড়িতদের বয়কটের আহ্বান

ক্যাবের আলোচনা সভা

| মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, গুটিকয়েক অসাধু ব্যবসায়ী খাদ্য সিন্ডিকেট করে মানুষের খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। মানুষরূপী এসমস্ত মূল্য সন্ত্রাসীদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে বয়কটে সংঘবদ্ধ হওয়া দরকার। এখন সময় এসেছে জনগণকে সংগঠিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা। গতকাল সোমবার সম্মেলন কক্ষে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপ মহানগরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও ক্যাব বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজউল্যাহ, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুমাইয়া নাজনীন, সাংবাদিক এম নাসিরুল হক, অধ্যাপক ইদ্রিস আলী, মিটুল দাস গুপ্ত, জেসমিন সুলতানা পারু, অজয় মিত্র শংকু, মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, চৌধুরী কেএনএম রিয়াদ, আবু হানিফ নোমান। দিবসের প্রতিপাদ্য ‘পানিই জীবন, পানিই খাদ্য, কাউকে পেছনে ফেলে নয়’ বিষয়ে মূল প্রবন্ধ পাঠ করেন ক্যাব যুব গ্রুপের সহসভাপতি সাকিলুর রহমান ও প্রচার সম্পাদক এমদাদুল ইসলাম। মূল প্রবন্ধে বলা হয়, একবিংশ শতকের সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন। দেশে খাদ্য সম্পর্কিত মূল্য স্ফীতি পাশ্ববর্তী দেশগুলো তুলানায় অনেক বেশী। যার ফলে ঝুঁকির মুখে পড়েছে প্রান্তিক এবং দরিদ্র জনগোষ্ঠী বিশেষত নারী ও শিশু। এ অবস্থায় বক্তারা সংকটকালীন খাদ্য পরিস্থিতি মোকাবেলায় টেকসই কৃষি খাদ্যব্যবস্থা এবং খাদ্যের অধিকার প্রতিষ্ঠার জন্য পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা কর্মসূচিসমূহের জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি করা, পাইকারি ও খুচরা পর্যায়ে কঠোরভাবে সমন্বিত বাজার তদারকি নিশ্চিত করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরামপুর একতা সংঘের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধমহানবীর জীবনাদর্শ ধারণ করে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে