নগরীর কালুরঘাট মৌলভীবাজার এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডে ৭৮টি এক রুমের ঘর পুড়ে ছাই হয়েছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালুরঘাট ও বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের টিম। কি কারণে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।
তবে আগুনে প্রায় ৭৮টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানায় আগুনে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।