ছোট্ট রাসেল চলে গেলেও

শিপ্রা দাশ | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

রাসেল সোনা চাঁদের কণা

মন ছিলো উচ্ছ্বল

এমন প্রিয় ভাই হারিয়ে

চোখ দুটো ছলছল

বাবা মায়ের চোখের মনি

হাজার স্বপ্ন আশা,

ভাই বোনদের সবার ছোট

রঙিন ভালোবাসা।

ইচ্ছে ছিলো পাখির ডানায়

স্বপ্ন ছিল ওড়ার

মেঘের পালে ভেসে ভেসে

নীল আকাশে ঘোরার।

পঁচাত্তরের আগস্ট মাসের

নিকষ অন্ধকার

আশার আলো নিভিয়ে দিল

ঘাতক জানোয়ার।

ছোট্ট রাসেল চলে গেলেও

অমর জীবন ভর

রশিদ, ফারুক, ডালিম তোরা

বাংলার মীরজাফর।

পূর্ববর্তী নিবন্ধদুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা বিধান জরুরি
পরবর্তী নিবন্ধসৈয়দ সালাউদ্দিন জাকী স্মরণে