দেওয়ান বাজার ওয়ার্ড সচিবকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত

পরিচ্ছন্ন কর্মীদের যৌন নিপীড়নের অভিযোগ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ অক্টোবর, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

পরিচ্ছন্ন কর্মীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) দেওয়ান বাজার ওয়ার্ড সচিব মোতাহের হোসেনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত অফিস আদেশ জারির কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম আজাদীকে বলেন, মোতাহের হোসেনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে এবং সেটা আজ (গতকাল সোমবার) অনুমোদন হয়েছে। কাল (আজ) অফিস আদেশ হবে। যেহেতু সে স্থায়ী কর্মচারী তাই অফিসিয়াল প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে। পুরো অভিযোগ তদন্তে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছি।

অভিযোগ আছে, ‘আপত্তিকর’ কাজে সাড়া না দিলে শ্রমিকদের কাজে অনুপস্থিত দেখানোসহ নানাভাবে হয়রানি করে মোতাহের। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। এ বিষয়ে গত ১২ অক্টোবর দৈনিক আজাদীতে ‘দেওয়ান বাজার ওয়ার্ড সচিবের বিরুদ্ধে পরিচ্ছন্ন কর্মীদের যৌন নিপীড়নের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

এরপর একইদিন ওয়ার্ডটির কয়েকজন পরিচ্ছন্ন শ্রমিক মেয়র বরাবর একটি দরখাস্ত দেন। এতে বলা হয়, সে দীর্ঘদিন ধরে ওয়ার্ডের মহিলা এবং পুরুষ শ্রমিকদের সাথে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে যৌন নির্যাতন করে আসছে। এছাড়া পরিচ্ছন্ন সুপারভাইজার ওয়ার্ডটিতে পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার কথা থাকলেও অবৈধভাবে মোতাহের হোসেন পরিচ্ছন কার্যক্রম তদারকি করে। কর্মস্থলে উপস্থিত থাকলেও মোতাহের হোসেনকে টাকা না দিলে হাজিরা খাতায় স্বাক্ষর করতে দেয় না বলেও অভিযোগ করেন শ্রমিকরা। এদিকে অভিযোগের বিষয়ে গত বুধবার মোতাহের হোসেন আজাদীর কাছে দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত হবে কক্সবাজার রেললাইন
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় ট্যানারি বর্জ্য মিশিয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি