সাতকানিয়ায় অপহরণের স্বীকার হওয়া এক ব্যবসায়ীকে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত ব্যবসায়ীর নাম এমরান হোসেন (৫২)। তিনি উপজেলার এওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধ্য এওচিয়া দানিশ চৌধুরী বাড়ীর মৃত জামাল আহমদের পুত্র।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম সরকার সঙ্গীয় ফোর্সসহ সাতকানিয়া-বাঁশখালী সড়কের এওচিয়ার টেক এলাকায় এমরান স্টোর নামক কুলিং কর্নারের সামনের রাস্তা থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার সহ অপহরণকারী গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অপহরণকারীর নাম মোহাম্মদ হারুনুর রশিদ (৩৮)। সে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড হাজারখীল হামজা বাপের বাড়ীর মৃত আব্দুল মান্নানের ছেলে।
এওচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু সালেহ দৈনিক আজাদীকে বলেন, ১৫ অক্টোবর (রবিবার) সকাল আনুমানিক সাড়ে নয়টায় সিএনজি অটোরিকশা যোগে একদল অপহরণকারী ব্যবসায়ী এমরান হোসেনকে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে আমি সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং সাতকানিয়া থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীদের চিহ্নিত করে তথ্য-প্রযুক্তির সহায়তায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে এবং এক অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। দ্রুত অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করায় সাতকানিয়া থানা পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আরাফাত দৈনিক আজাদীকে বলেন, ব্যবসায়ীকে অপহরণের খবর পেলে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়, সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীদের চিহ্নিত করার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে এবং এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত ব্যবসায়ী এমরান হোসেন এর ছেলে মোহাম্মদ ইয়াছিন বাদী হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন। বাদীর ছেলের এজাহারের লিখিত এজাহারের পরিপ্রেক্ষিতে মামলা দায়ের পূর্বক মামলার ২য় আসামী গ্রেফতারকৃত অপহরণকারী মোহাম্মদ হারুনুর রশিদকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।