গাজা না ছাড়ার ঘোষণা হামাসের

ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ

| সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। শনিবার এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার ও ইউরোপের কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে আমাদের শত্রু (ইসরায়েল) এসব (গণহত্যা) চালাচ্ছে। এসময় গাজার বাসিন্দাদের উত্তরাঞ্চল ছেড়ে দক্ষিণে চলে যাওয়ার ইসরায়েলি নির্দেশ বাসিন্দারা মানছেন না বলে দাবি করেন তিনি। হামাস নেতা দাবি করেন, ইসরায়েল সব সময় সাধারণ মানুষকে নিশানা করলেও হামাস একটি স্বাধীনতা আন্দোলনের নাম যারা নীতি মেনে চলে। খবর বাংলানিউজের।

ইসমাইল হানিয়া বলেন, আমি গাজার মানুষকে সালাম জানাই, যারা প্রতিনিয়ত একটি ইহুদি রাষ্ট্রের পাশবিক নির্যাতন ও জুলুমের শিকার হচ্ছেন। তারা মাতৃভূমির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়টি উল্লেখ করে হামাসপ্রধান বলেন, গাজার মানুষ তাদের নিজের ভূখণ্ডেই আছেন। তারা কখনো গাজা ছেড়ে পালিয়ে যাবেন না।

হানিয়া বলেন, আমাদের বাস্তুচ্যুত লোকেরা তাদের বাড়িতে ফিরে না আসা পর্যন্ত, আমাদের বন্দী ও পবিত্র স্থানগুলোকে মুক্ত করা এবং আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, আমরা সংগ্রাম চালিয়ে যাব।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের সমর্থনে দ্বিতীয় রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধআমাদের স্বপ্ন সন্দ্বীপ-চট্টগ্রাম সেতু : এমপি মিতা