ভদ্রলোক হয়ে গেছি মানে দুর্বল নই : আসিফ

| সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই সরাসরি কথা বলেন। নানা ইস্যুতে সামাজিকমাধ্যমে প্রায়ই মুখ খোলেন গায়ক। এবার এক ব্যক্তির ওপর ক্ষোভ ঝারলেন তিনি। জানালেন, ওই ব্যক্তি তার নাম ও কণ্ঠ নকল করে দীর্ঘদিন ধরেই ইউটিউবে গান প্রকাশ করে আসছে। শুধু তাই নয়, প্রকাশিত সেসব গানে শ্রোতাদের নজর কাড়তে থাম্বনেইলে আসিফের ছবিও জুড়ে দেওয়া হয়েছে! ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে আসিফ জানান, এ ধরনের কোনো গানে তিনি কণ্ঠ দেননি। এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। পরিস্থিতিতে শ্রোতাদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান আসিফ। আসিফ লেখেন, আমি বিএনপির রোডমার্চের গানও গাইনি, আবার আওয়ামী উন্নয়ন বন্দনার পদ্মা সেতুর গানও গাইনি। খবর বাংলানিউজের। এ ধরনের অসভ্য উপদ্রবগুলো থাকবেই, আমার শ্রোতারা বিভ্রান্ত হবেন না আশা করি। জানা গেছে, আসিফের আদলে গান গেয়ে ভাইরাল হওয়া শিল্পীর আসল নাম ম্যাক্স কুমার। আসিফের কাছাকাছি কণ্ঠ হওয়ার কারণে অনেকে তাকে আসিফ বলে ভুল করেন। আর তিনিও এ সুযোগ লুফে নিয়ে নিজের গানে জুড়ে দেন আসিফের নাম ও ছবি।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয়ের জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই
পরবর্তী নিবন্ধনাট্যমঞ্চ রেপার্টরির দুটি নাটক