মা কাজে ব্যস্ত, শিশুটি ডুবে গেল পুকুরে

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৪:১৯ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে পুকুরে ডুবে তানিশা আক্তার () নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্বজোয়ার গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তানিশা ওই গ্রামের শহিদুল ইসলাম ফারুকের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশু তানিশার মা কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে সে পুকুরে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে ঘরের পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করেরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আশরাফ উদ্দিন ফারুক বলেন, আসরের নামাজের পর জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাওনা টাকা চাওয়ায় দোকানিসহ ৪ জনকে কুপিয়ে জখম
পরবর্তী নিবন্ধ‘মূল’ হলুদ দলের নিরঙ্কুশ জয়