চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শীঘ্রই জেলা প্রশাসক আন্তঃস্কুল ও আন্তঃকলেজ গোল্ডকাপ টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হবে। এতে চট্টগ্রাম মহানগর, জেলার স্কুল ও কলেজ সমূহ অংশগ্রহন করতে পারবে। আগ্রহী স্কুল,কলেজ সমূহকে স্ব–স্ব প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরে লেটার হেড প্যাডে আগামী ৩১ অক্টোরের মধ্যে সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে (শুক্রবার ছাড়া) চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়াম কার্যালয়ে ৪ জন ছাত্র ও ৪ জন ছাত্রী (খেলোয়াড়ের) নাম জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হলো।
উল্লেখ্য যে, উক্ত টুর্নামেন্ট হতে বাছাইকৃত খেলোয়াড়দেরকে দীর্ঘ মেয়াদী উচ্চতর প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য সিজেকেএস টেবিল টেনিস সম্পাদক মো. হারুন রশিদ (মোবাইল ০১৮১৭–৭১৩৩২৩) এবং সহ–সভাপতি সিজেকেএস ও চেয়ারম্যান টেবিল টেনিস কমিটি মো. হাফিজুর রহমান (মোবাইল ০১৭২০–১৯৮৯৮৯) এর সাথে যোগাযোগ করা যেতে পারে।