বাংলাদেশ বেতার চট্টগ্রামের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় স্থানীয় একটি হোটেলে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত হলো মীনা কমিউনিকেশন ইনিশিয়েটিভ স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট শীর্ষক বিভাগীয় পর্যায়ে কর্মশালা। ৯ –১০ অক্টোবর দুই দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ চট্টগ্রামের চীফ মাধুরী ব্যানার্জী ও চবি সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রফেসর মো. শহীদুল্লাহ। সভাপতিত্ব করেন বেতার চট্টগ্রামের পরিচালক মো. মাহফুজুল হক।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (অর্থ ও প্রশাসন) আল আমিন খান। প্রধান অতিথি বলেন, মীনা যোগাযোগের একটি মাধ্যম। বিশেষ করে নারী, শিশু ও কিশোর–কিশোরীর জীবনমান উন্নয়নে মীনা অগ্রণী ভূমিকা পালন করছে। মিনা বিশেষ গুণের মাধ্যমে নারী ও শিশুদের মনজয় করেছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
বিশেষ অতিথি প্রফেসর মো. শহীদুল্লাহ সচেতনতা বৃদ্ধিতে মিনা চরিত্রের ভূমিকা স্মরণ করেন এবং বর্তমান প্রেক্ষাপটেও এই চরিত্রের গ্রহণযোগ্যতা তুলে ধরেন। পাশাপাশি তিনি সকল মাধ্যমে ও বিভিন্ন দেশে মিনা চরিত্রের প্রভাব নিয়ে আলোকপাত করেন। ইউনিসেফ চট্টগ্রামের চীফ মাধুরী ব্যানার্জী মীনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং এই প্রচার প্রচারণাকে বেগবান করার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি বলেন বাংলাদেশ বেতার যোগাযোগের একটি মাধ্যম যা সুনামের সাথে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদান রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।
কর্মশালা শেষে স্টুডিওতে আয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় শেষে সাংস্কৃতিক অনু্ষ্ঠান পরিবেশিত হয়। এতে উপস্থিত ছিলেন বেতার চট্টগ্রাাম কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হক, প্রকৗশলী সুব্রত কুমার দাশ, মোল্লা মো. আবদুল হালিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











