চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যেগে ১৩ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (ম.জি.আ.)। বিশেষ অতিথি ছিলেন, বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস জাহান, কাউন্সিলর মুহাম্মদ শাহেদ ইকবাল বাবু, প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শামসুল হক হায়দরী। বিশেষ বক্তা ছিলেন, খতিব ক্বারী মাওলানা শেখ মাওলানা শেখ মোহাম্মদ ইমরান হুসাইন ক্বাদেরী, পেশ ইমাম হাফেজ মাওলানা রাশেদুল হাছান কাদেরী, মোয়াজ্জেম মাওলানা হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। মাহফিলে আরও উপস্থিত ছিলেন সহ–সভাপতি শাহাদাত হোসেন জাহাঙ্গীর, অর্থ সম্পাদক মোহাম্মদ ইরফান রেজা খান, ছরওয়ারুল কবির চৌধুরী সহ সোসাইটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।












