চিকিৎসা ও শিক্ষা খাতে নিষ্ঠা ফাউন্ডেশনের অনুদান প্রদান

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:০২ পূর্বাহ্ণ

নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে গত শুক্রবার বিকেল ৫টায় জামালখানস্থ ফাউন্ডেশন কার্যালয়ে চিকিৎসা ও শিক্ষা খাতে এককালীন অনুদান প্রদান অনুষ্ঠান নিষ্ঠা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মোট ছয়জনকে এককালীন অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর কলোনি জামে মসজিদের সেক্রেটারি সিরাজ উদ্দিন চৌধুরী, নিষ্ঠার কর্মকর্তা সালেহ আহমদ, মাওলানা সুলতানুর রশীদ, এড. মুহাম্মদ ইকবাল, আজমান আলী, আসিফ, আব্দুল হামিদ প্রমুখ। ড. নুর হোসাইন বলেন, অসুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানো মানুষের সামাজিক ও নৈতিক দায়িত্ব। শিক্ষাখাতে সাহায্য করা শুধু পুণ্যের কাজ নয়, এটি সবচেয়ে বড় বিনিয়োগ। যাঁদের বদান্যতায় নিষ্ঠার কার্যক্রম চলমান আছে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা কাঠগড়ে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল
পরবর্তী নিবন্ধইসলামিক ফ্রন্ট দক্ষিণ জেলার প্রশিক্ষণ কর্মশালা