ধানমণ্ডির বত্রিশ নম্বরে জন্মেছিল শিশুটি যেদিন,
কৃষ্ণচূড়া, শিমুল–পলাশ সেজেছিল সেদিন,
সে সৌরভে মুহুর্মুহু কলতান ভেসে
আকাশ থেকে নেমিছিল বৃষ্টি–বাদল হেসে।
নবকান্নার আবেগে মুখরিত পরিবার
মায়াময় নেত্র যার, অনিন্দ্য চেহারা তাঁর
গুটি গুটি এক পা দু পা মেলে,
বোনের স্নেহের আঁচলে আর ভাইয়ের ভালোবাসার করতলে
বেড়ে উঠছিল যে, মা–বাবার প্রীতি আর ভালোবাসায়।
দুরন্ত বালক সে !
বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতির জনক পিতা যাঁর
দার্শনীক বার্ট্রান্ডের নামানুকরণে রেখেছিল নাম তাঁর–
সে আমাদের অনির্বাণ শেখ রাসেল প্রিয় সবার।