চড়টা পুরো সমাজের মুখে পড়ে নি তো?

সুমন চ্যাটার্জী | রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫০ পূর্বাহ্ণ

ছোট্ট একটা ভিডিও ক্লিপস। একজন পরীক্ষায় দায়িত্বরত শিক্ষক ছাত্রকে নকলে বাধা দেওয়ায় সবার সামনে শিক্ষকের গালে সজোরে থাপ্পড় দেয় ছাত্র! পরপর দুইবার! দম বন্ধ হয়ে দেখলাম ভিডিও। অবাক চোখে ভাবছিলাম এই হলো ছাত্র! কদিন আগেই শিক্ষক দিবস গেল। কত হ্যান ত্যান আলাপ! আমি তো ভাবলাম সকালে পুরো নিউজফিড জুড়ে থাকবে শোকের ছায়া! পত্রিকার পাতার প্রধান শিরোনাম হবে ‘শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে উত্তাল দেশ’ !

হায় সেলুকাস কী বিচিত্র এই দেশ! কিছুই হয়নি টাইপ একটা অবস্থা যেন। শিক্ষক ছাত্রকে শাসন করা মোটামুটি আইন করে নিষিদ্ধ করা হয়েছে। আমরা কোন সমাজের পথে হাঁটছি? ছাত্র শিক্ষকের দারুন ঐতিহ্য আজ ভূলুণ্ঠিত কেন? আজ যে ছাত্র তার শিক্ষকের গায়ে হাত তুললো সে সমাজের গায়ে একদিন হাত তুলবে। নগর পুড়লে দেবালয়ও রক্ষা পায় না। শিক্ষক লাঞ্ছনার বিচার চাই।

পুরানো সেই ঐতিহ্যের মধুমাখা ছাত্র শিক্ষক সম্পর্ক ফেরত চাই। আমার চাওয়া আপনাদের কাছে, হে মাননীয় মান্যবরেরা। আমার চাওয়া সমাজের কাছে, শিক্ষকের কাছে, ছাত্রদের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এই চাওয়ার অপূর্ণতা সমাজের চির অমঙ্গলকে স্থায়ী আসনে বসাবে এইটা সুনিশ্চিত।

পূর্ববর্তী নিবন্ধমননে বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধঅনির্বাণ রাসেল