ভবনের লিফটের ত্রুটির কারণে অকালে প্রাণ হারিয়েছে তরুণ প্রিতম চৌধুরী (২০)। গতকাল শনিবার গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লুডি) প্রকৌশলীরা সরেজমিনে পরিদর্শন করে বলেছেন, ভবনের লিফটটি ক্লোন (খরচ কমানোর জন্য লিফটের যন্ত্রাংশ বিভিন্ন জায়গা থেকে কেনা) লিফট। তারা আরও বিস্তারিত যাচাই বাছাই করে একটি প্রতিবেদন দেবেন। এরপর দেখা যাবে আইনি প্রক্রিয়া কোন দিকে মোড় নেয়। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। আমরা নিহতের পরিবারকে বলেছিলাম যদি কাউকে মামলার আসামি করতে চান করতে পারেন। তারা করেননি। আমরা আন্তরিকভাবে বিষয়টি দেখছি।
প্রসঙ্গত, নিজ বোনের বিয়ের খাবার দিতে গিয়ে ভবনের লিফটের নিচে চাপা পড়ে প্রিতম চৌধুরী (২০) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার পিতার নাম শিমুল চৌধুরী। গত বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে নগরীর দক্ষিণ নালাপাড়ার আম্বিয়া ড্রিম নামে ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে।