দুই চিরবৈরী দেশ ভারত এবং পাকিস্তানের খেলায় যে উত্তেজনার আশা করা গিয়েছিল তার ছিটেফোঁটাও দেখা গেল না। স্বাগতিক ভারত খুব সহজেই পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দাপুটে জয় তুলে নেয়। ওয়ানডে বিশ্বকাপে এনিয়ে আটবার মুখোমুখি হয়ে আটবারই পাকিস্তানকে হারালো ভারত। আহমেদাবাদে প্রবল প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ১৯১ রানের মামুলি ইনিংস দাঁড় করায় পাকিস্তান। রোহিত শর্মার খুনে ইনিংসে যা ১১৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় ভারত। ৩ উইকেটে ১৯২ রান করে নেয় তারা। সহজ লক্ষ্যে খেলতে নেমে কোনো চাপ ছাড়াই ব্যাটিং করে স্বাগতিকরা। এক প্রান্ত থেকে চার–ছক্কার পশরা সাজিয়ে বসেন রোহিত। একে একে ছাতুপেটা করেন পাকিস্তানি বোলারদের। শাহিন আফ্রিদির বলে আউট হওয়ার আগে ৬৩ বলে ৬ টি করে চার ও ছক্কায় ৮৬ রান করেন ভারতীয় অধিনায়ক। তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি। রোহিতকে ভালো সঙ্গ দেন শ্রেয়াস আইয়ার। দুজনে মিলে ৭৭ রানের জুটি গড়েন তৃতীয় উইকেটে। রোহিত থেমে গেলেও আইয়ার অপরাজিত থাকেন ৫৩ রানে। এছাড়া শুভমান গিল ও বিরাট কোহলি দুজনেই ভালো শুরু পেয়ে আউট হন ১৬ রানে। ১৯ রানে অপরাজিত ছিলেন লোকেশ রাহুল। শাহীন আফ্রিদি পান ৩৬ রানে ২ উইকেট। অপর উইকেটটি নেন হাসান আলী।