যোগ্যতার পরিচয়ে অধিকার আদায় করে নিতে হবে

নারী সাংবাদিকদের এম এ মালেক

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, যেকোনো কাজে লেগে থাকতে হবে। তবেই সফলতা আসবে। সাংবাদিকতায়ও নারীদের লেগে থাকতে হবে। অন্যান্য সময়ের থেকে এখন অনেক হাউজে নারী সাংবাদিকের অংশগ্রহণ বেড়েছে। সেই সংখ্যা আরও বাড়াতে হবে। নতুন তথ্য প্রযুক্তি আসার সাথে সাথে তা গ্রহণ করতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। না হলে যেকোনো প্রতিষ্ঠান পিছিয়ে পড়বে।

গতকাল দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কেউ কাউকে অধিকার দেয় না। সবাইকে অধিকার আদায় করে নিতে হয়। তাই নারী সাংবাদিকদের পরিশ্রম করে যোগ্যতার পরিচয় দিয়ে অধিকার আদায় করে নিতে হবে।

দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা এবং দৈনিক বাংলা চট্টগ্রাম ব্যুরো প্রধান ডেইজি মউদুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত নারী সাংবাদিকরা।

সম্মেলনে চট্টগ্রাম বিভাগের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন ডেইজি মউদুদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন লতিফা আনসারী রুনা। সহসভাপতি হয়েছেন শামীম আরা লুসি, ইয়াসমিন রীমা, যুগ্ম সম্পাদক হয়েছেন চিংমেপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস লিপি, অর্থ সম্পাদক শারমিন সুমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিলা চাকমা। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন ইয়াসমিন ইউসুফ, আসমা বিথি, মরিয়ম জাহান মুন্নি এবং মারজান আক্তার।

পূর্ববর্তী নিবন্ধকেউ নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালালে প্রতিহত করবে দেশের মানুষ
পরবর্তী নিবন্ধমারা গেছে চট্টগ্রাম চিড়িয়াখানার সিংহী নোভা