ফিলিস্তিনিদের উপর ইসরাইলের আগ্রাসন, হত্যা, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিবাদ এবং তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি প্রকাশের উদ্দেশ্যে হাটহাজারীতে গতকাল শুক্রবার বাদ জুমা হেফাজতে ইসলামের এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে হেফাজতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সংগঠনের অর্থসম্পাদক মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। হাটহাজারী নূর মসজিদের সামনে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশ সঞ্চালনা করেন এমরান সিকদার। সমাবেশে প্রধান অতিথি আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ইহুদীবাদি অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদের উপর ভয়াবহ জুলুম চালাচ্ছে। এটা শুধু মুসলিম নিপীড়নই নয়, বরং ভয়াবহ পর্যায়ের মানবতাবিরোধী অপরাধও। আমাদের যদি সামর্থ থাকতো, তাহলে মজলুম ফিলিস্তিনি মুসলমানদের সাথে মিলে ইহুদিবাদী জালেম ও অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে জিহাদে আমরাও শরীক হতাম। কারণ, প্রথম কিবলা মসজিদুল আকসা মুক্ত করা মুসলমানদের ঈমানী দায়িত্ব। আমাদের যেহেতু সেই সুযোগ নেই, তাই আমরা তাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি সর্বাত্মক সংহতি ও সমর্থন প্রকাশ করছি। এ সময় তিনি আজ শনিবার দুপুরে রাজধানী ঢাকার বায়তুল মুকাররম জাতীয় মসজিদের উত্তরগেটে হেফাজতে ইসলামের বিক্ষোভে শরীক হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সমাবেশে প্রধান বক্তা ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ শোয়াইব জমিরী। আরো বক্তব্য রাখেন যুগ্মমহাসচিব মীর ইদরীস, সহকারী মহাসচিব জাফর আহমদ, মুহাম্মদ গড়দুয়ারী, জাহাঙ্গীর আলম মেহেদী প্রমুখ।