সুবিধা বঞ্চিতদের মাঝে স্বপ্নযাত্রার ৫০০ মশারি বিতরণ

| শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বপ্নযাত্রা সংগঠনের আয়োজনে মাসব্যাপী কার্যক্রমের ধারাবাহিকতায় নগরীর রেলওয়ে স্টেশনের গরীব ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ৫০০ মশারি বিতরণ ও ডেঙ্গু জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। মশারি বিতরণ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নযাত্রা সংগঠনের সভাপতি সাজমিন কণিক, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিব উদ্দিন রকি, উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগ নেতা মমিনুল হক মুমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ দেলোয়ার, এস এম হোসাইন তুষার, রুপম সরকার, কোতোয়ালী থানা ছাত্রলীগনেতা ইয়াছির আরফাত রিকু, শেখ রাসেল স্মৃতি সংসদ স্টেশন রোড় শাখার সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, স্বপ্নযাত্রা সংগঠন সদস্য জান্নাত, পলি, দিলওয়ারা, রানু, আজমা আরা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাবর বলেন, ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই সচেতনতা। ডেঙ্গু ভাইরাস জনিত একটি জ্বর। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর ছড়ায়। ডেঙ্গু জ্বর এমনিতেই সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে, তাই আতঙ্কিত না হয়ে প্রত্যেকে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলা বন্ধে জাতিসংঘ ও ওআইসিকে পদক্ষেপ নিতে হবে
পরবর্তী নিবন্ধসামর্থ্য থাকলে মজলুম ফিলিস্তিনিদের সাথে আমরাও শরিক হতাম