লোহাগাড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা গত ১২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শ্রীনিবাস দাশ সাগর, মো. মাহবুব আলম শাওন ভুঁইয়া, ডা. রিটন দাশ, ফয়েজুন্নেছা, মো. শাহজাহান, হিরু বিকাশ দে, ডা. মো. সোহেল, মো. রুবেল হোসেন, নুরুচ্ছাফা চৌধুরী, এম.এ ওয়াহেদ, এসএম ইউনুচ ও হারুনর রশীদ। আরো উপস্থিত ছিলেন মো. জয়নাল আবেদীন, মো. সৈয়দ হোসেন, সুনীল কুমার চৌধুরী বিএসসি, মাস্টার সুজিত পাল, শিবুরঞ্জন পাল, শিবুপদ চৌধুরী, মৃণাল কান্তি দাশ মিলন, রিটন বিশ্বাস, খোকন চন্দ্র নাথ, নরেন দাশ, প্রভাষক বাবলু শংকর নাথ, কাঞ্চন আচার্য্য, পলাশ দাশ, ডা. রাজীব রুদ্র, প্রভাষক অনুপ দাশগুপ্ত, রনি দাশ, খোকন চন্দ্র দাশ, খোকন সুশীল, শিক্ষক দিপক ভট্টাচার্য্য, শিক্ষক বাবলু হাজারী, সৈকত কান্তি নাথ, প্রভাষক রিটন সুশীল, সমীর দাশ, শিক্ষক বাবু দাশ, সুজন দাশ, শিক্ষক অলক দাশ, ডা. সুকুমার নাথ, টুন্টু সিকদার, শিক্ষক সুমন মজুমদার হিরো, ডা. উজ্বল দাশগুপ্ত, অ্যাড. প্রকাশ নাথ, শিক্ষক জুয়েল দাশ, নয়ন দাশ, মিশন দাশ প্রমুখ।