রাঙামাটিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার পরিদর্শনে ডিসি-এসপি

রাঙামাটি প্রতিনিধি | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ

রাঙামাটিতে দ্রব্যমূল্যর উর্দ্ধগতি ঠেকাতে হাটবাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদ। গতকাল বৃহস্পতিবার বনরূপা বাজার পরিদর্শন করেন তারা। পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, বাজারে কোন ভাবেই যেন দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয়, নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্য না রাখা এবং বাজারে কোন সিন্ডিকেট তৈরি না হয় সেই লক্ষ্যে বাজার পরিদর্শনে বের হয়েছি। পাশাপাশি বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে একটি বাজার মনিটরিং টিম করে দিয়েছি। তারা দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ঠেকাতে বাজারে থাকবেন। কোন ব্যবসায়ী আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন, ৭নং ওয়ার্ড কমিশনার জামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইমপেরিয়াল নার্সিং কলেজ শিক্ষার্থীদের জন্য বিএসআরএমের শিক্ষা বৃত্তি ও শিক্ষা ঋণ চালু
পরবর্তী নিবন্ধচসিক সিবিএর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন