মাছ ধরার ট্রলারে ১ লাখ ৩০ হাজার ইয়াবা

মহেশখালীতে ৪ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৫:৫৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে এক লাখ ৩০ হাজার ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে র‌্যাব১৫ এর একটি দল উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় এ অভিযান চালায়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। আটকরা হল জাহিদ হোসেন (৩২), কবির হোসেন (৪০), ছালামত উল্লাহ (২১) ও রুহুল আমিন (৪৫)। তারা সকলেই কুতুবজোম ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানান, মাছ ধরার ট্রলারে করে সাগর পথে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান পাচারের সংবাদ পেয়ে র‌্যাব১৫ এর একটি দল অভিযানে গেলে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এসময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে চারজনকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মতে ট্রলারটিতে তল্লাশি করে ১ লাখ ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। তিনি জানান, এই চক্রটি মিয়ানমার থেকে সাগর পথে মাদক এনে মহেশখালীর সোনাদিয়া ও ঘটিভাঙ্গায় মজুদ করে। সেখান থেকে সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। র‌্যাব এই মাদক কারবারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করে এবং গোয়েন্দাসূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে চার মাদককারবারীকে হাতেনাতে আটক করে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধগৃহস্থের হাত-পা বেঁধে প্রবাসীর ঘরে ডাকাতি, বৃদ্ধকে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধচাঁদার জন্য নির্মাণাধীন স্কুল ভবনে শ্রমিকদের বেধড়ক মারধর, মালামাল লুট