চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে জয়া দাশ (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে এখন পর্যন্ত ৮০ জন রোগী মারা গেলেন। চলতি অক্টোবর মাসে মারা গেছেন ৬ জন। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় থেকে আরো জানা গেছে, জয়া দাশ বাঁশখালী উপজেলার বাসিন্দা। গতকাল তিনি চমেক হাসপাতালে ভর্তি হন এবং ওই দিনই তিনি মারা যান। এছাড়াও গতকাল নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৯ জন রোগী সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি ১০৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৩ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৬ জন। ডেঙ্গুতে এ মাসে শনাক্ত হয়েছে ৪৪৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭১ জন।