ফৌজদারহাট ডিসি পার্কে ১৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট ডিসি পার্কের জায়গায় অবৈধভাবে দখলে থাকা ১৩টি স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিন।

অভিযানকালে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানার সদস্যবৃন্দ। এদিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন উপজেলার ফৌজদারহাটে গড়ে তোলা ডিসি পার্কের দক্ষিণের সীমানার মধ্যে বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে। তাই ডিসি পার্কের চলমান উন্নয়ন কাজ ধারাবাহিকতা অব্যাহত রাখতে এই স্থাপনাগুলো দ্রুত সরিয়ে নেওয়া খুবই জরুরি হয়ে পড়েছে। আর এ কারণেই তাদেরকে একাধিকবার সরে যাবার জন্য নোটিশ দেয়া হলেও তারা সরে যায়নি।

এতে করে চলমান উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছিল। তাই চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে এদিন সকাল থেকে একটানা দুপুর পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি। এ সময়ে ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয় জায়গাটি।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধ র্ষ ণে র অভিযোগ, মাদরাসা শিক্ষক গ্রে ফ তা র
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই গুরুতর আহত