বাংলাদেশের প্রকৃত বন্ধু কে, চীনা রাষ্ট্রদূতের প্রশ্ন

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রকৃত বন্ধু কে? এই প্রশ্ন রেখে যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে খোঁচা দিয়েছেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বুধবার সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চীন সরকারের পক্ষ থেকে ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ চীন ও বাংলাদেশযুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে ইঙ্গিত করে কথা বলেন তিনি। খবর বিডিনিউজের।

যুক্তরাষ্ট্রের নামোল্লেখ না করেই ঢাকায় চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের বন্ধু দাবি করা একটি দেশ একতরফাভাবে ভিসা বিধিনিষেধ আরোপ করছে। ‘প্রয়োজনের সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু’, এমন মন্তব্য করে তিনি বলেন, একটি বিদেশি রাষ্ট্র দাবি করে তারা বাংলাদেশের বন্ধু এবং মানবাধিকার, গণতন্ত্র ও অবাধনিরপেক্ষ নির্বাচন নিয়ে কথা বলে যাচ্ছে। একই সময়ে তারা বাংলাদেশের জনগণের উপর একতরফা ভিসা বিধিনিষেধ এবং এমনকি সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করছে।

যুক্তরাষ্ট্রের ভিসার বিষয়টি তুমুল আলোচনা তৈরি করেছে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশটির ভিসানীতি ঘোষণাকে কেন্দ্র করে। জানানো হয়েছে, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা হবে তারা এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা দেবে না দেশটি। এরই মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে এই নীতির প্রয়োগ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি আরও নানা পদক্ষেপের বিষয়ে আলোচনা ছড়াচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাথরুমে নিয়ন্ত্রণহারা লেগুনার হানা, প্রাণ গেল গৃহবধূর
পরবর্তী নিবন্ধকাপাসগোলা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ