সারা দেশে ডেঙ্গুতে একদিনে ১৩ মৃত্যু

হাসপাতালে ভর্তি আরও ২৪২৫

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের, এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৪২৫ রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সবমিলিয়ে এ বছর এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২০৪ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১২২। খবর বিডিনিউজের।

গতকাল বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যেসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছে; তাদের মধ্যে ঢাকার বাইরে এই সংখ্যা ১৮৪৬; আর ঢাকায় ৫৭৯। গতকাল সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮ হাজার ৬৪৭ জন রোগীর চিকিৎসা চলছিল।

এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে পাঁচ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন হাসপাতালে ভর্তি হন। আর অক্টোবরের প্রথম ১১ দিনে ভর্তি হয়েছে ২৭ হাজার ৭৯৮ জন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ১১৭ জন
পরবর্তী নিবন্ধদেলোয়ারা বেগম