চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ১১৭ জন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরো ১১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৬২ জন।

গতকাল বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১১২ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ৭৩ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৪ জন রোগী। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৯ জনের। এর মধ্যে সেপ্টেম্বর মাসে মারা যান ২১ জন। চলতি অক্টোবরে মারা গেছেন আরও ৫ জন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধসারা দেশে ডেঙ্গুতে একদিনে ১৩ মৃত্যু