সরকারি খরচে আইনি সহায়তা দরিদ্র কারাবন্দির সাংবিধানিক অধিকার

স্মার্ট আইনি সেবা সহজীকরণ শীর্ষক কর্মশালায় লিগ্যাল এইড অফিসার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

তৃণমূল পর্যায়ে অসচ্ছল দরিদ্র বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠা একটা বিরাট চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রাম কাজ করছে। বিনা বিচারে আটক কিংবা অসচ্ছল কারাবন্দিদের আইনি সহায়তাও প্রদান করে যাচ্ছে জেলা লিগ্যাল এইড। কারা কর্তৃপক্ষ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। সরকারি খরচে আইনি সহায়তা অসহায় দরিদ্র বিচার প্রার্থী মানুষের সাংবিধানিক অধিকার।

গতকাল বুধবার বিকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রাম আয়োজিত স্মার্ট আইনি সেবা সহজীকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ ইব্রাহীম খলিল। সিনিয়র জেল সুপার মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং ডেপুটি জেলার আখেরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় সরকারি আইনি সহায়তার অনলাইন আবেদন প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশন’র মাধ্যমে উপস্থাপন করেন লিগ্যাল এইড সহকারী মোহাম্মদ এরশাদুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. এমরান হোসেন ভূঞা, ডেপুটি জেলার মো. আরিফুর রহমান, মোছাম্মৎ সুমাইয়া আক্তার ও মো. তোফায়েল আহমেদ।

লিগ্যাল এইড অফিস জানায়, সংবিধানের ৩১ নম্বর অনুচ্ছেদে ‘আইনের আশ্রয় লাভের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী প্রত্যেক নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।

পূর্ববর্তী নিবন্ধপ্রজেক্ট প্রদর্শনীতে সাউদার্ন ইউনিভার্সিটি দ্বিতীয়
পরবর্তী নিবন্ধমা ইলিশ সংরক্ষণে সীতাকুণ্ড ও বাঁশখালীতে মতবিনিময়