পাটজাত মোড়ক ব্যবহার না করায় ২ অটো রাইস মিলকে জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

পণ্যে পাটজাত ব্যবহার নিশ্চিত করনের লক্ষ্যে চন্দনাইশের দোহাজারী পৌরসভায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ২ টি অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত গতকাল বুধবার দুপুরে অভিযান চালায়। এসময় পণ্যে পাটজাত ব্যবহার না করায় দোহাজারী সদরের মেসার্স হক অটো রাইস মিল ও মেসার্স আমির চাল বিতানকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করনের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় মেসার্স হক অটো রাইস মিল এবং মেসার্স আমির চাল বিতান নামক ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় কৃত্রিম মোড়ক যাতে ব্যবহার করতে না পারে সে জন্য উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন চট্টগ্রাম পাট উন্নয়ন সহকারী বাবুল চন্দ্র দাশ, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাকর্মচারীরা।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত করা হবে
পরবর্তী নিবন্ধযেকোনো দুর্যোগে আওয়ামী লীগ জনগণের পাশে থাকে : পেয়ারুল