মিয়ানমারে শরণার্থী শিবিরে হামলার নিন্দায় যুক্তরাষ্ট্র

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

মিয়ানমারের একটি শরণার্থী শিবিরে গোলা হামলার নিন্দা জানিয়ে একে সামরিক আক্রমণ হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের সামরিক বাহিনী সোমবার মধ্যরাতের দিকে চীন সীমান্তের কাছে কাচিন রাজ্যের ওই শরণার্থী শিবিরে কামানের গোলা ছুড়লে নারী ও শিশুসহ অন্তত ২৯ জন নিহত হন। খবর বিডিনিউজের।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, কাচিন রাজ্যের মুং লাই হাকিয়েট গ্রামের কাছে ওই শরণার্থী শিবিরে মিয়ানমারের সামরিক হামলার খবরে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সামরিক জান্তার ধারাবাহিক এই হামলার তীব্র নিন্দা জানাই। ২০২১ সালের ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর থেকেই এ ধরনের হামলায় হাজার হাজার মানুষের প্রাণ যাচ্ছে, যা ওই অঞ্চলের মানবিক সঙ্কট আরও বাড়িয়ে তুলছে। যে শরণার্থী শিবিরে ওই হামলা চালানো হয়েছে, সেটি সীমান্ত শহর লাইজায় কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির (কেআইএ) একটি ঘাঁটি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে।

পূর্ববর্তী নিবন্ধঅনাগত সন্তানসহ পুরো পরিবার হারালেন ফিলিস্তিনি আল-কাফারন
পরবর্তী নিবন্ধ‘অধরা, ছায়ার মানুষ’ কে এই হামাস কমান্ডার