চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৮.০৮ কোটি টাকা। মোট ১,১৯৮টি লেনদেনের মাধ্যমে ১৬.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ২৬.৩৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৮,৫১৬.৫৫ পয়েন্টে এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.২৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৩০৮.৭৭।
এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ১.৯৫ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৬৪.৮৬ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ৭.৫৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৬০.০২ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৭৭০,১৬৫.২০ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩১,৪০৭.২৯ কোটি টাকা। সিএসইতে ৬৩০ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১২৭টির। এর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৩১টির আর অপরিবর্তিত রয়েছে ৫০টির।