চাঁদের অমাবস্যার মতো
ঘোর অন্ধকারে
কেউ যখন প্রবল গরিমায়
হেঁটে যায়!
মাঝে মাঝে সুন্দর বড় অসহ্য লাগে
চাঁদের প্রবল ঘোর অন্ধকারের
টানা পোড়নে
দুঃখ–কষ্টে জর্জরিত রাত
পূর্ণিমার দেখা মিলাও ভয়।
চাঁদের অন্ধকার পৃষ্ঠে হেঁটে
যাওয়ার মতো।
মাঝে মাঝে সুন্দর বড় অসহ্য লাগে!
অথচ কী প্রবল প্রতীক্ষায় পূর্ণিমার দিকে তাকাই!