আনোয়ারায় সড়কের উপর ৩ ঘণ্টার বেশি সময় ধরে পড়ে ছিল হতভাগ্য অজ্ঞাত (৩০) এক নারীর লাশ। ঘটনার ১৪ ঘণ্টা পর এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কিংবা স্থানীয়রা কেউ দুর্ঘটনার কারণ এবং ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি।
গতকাল বুধবার ভোরে উপজেলার পটিয়া–আনোয়ারা–বাঁশখালী (পিএবি) সড়কের ঝিওরী মাজার গেইট এলাকার উত্তরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে অজ্ঞাত এই নারীর মৃত্যুতে সাধারণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, ৩ ঘণ্টারও অধিক সময় ধরে সড়কে ওই নারীর লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ সকাল ৯টায় মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্ঘটনার শিকার নারী মানসিক ভারসাম্যহীন। গতকাল সকাল ৬টা থেকে ৭টার মধ্যে দুর্ঘটনাটি ঘটতে পারে। দুর্ঘটনার শিকার নারীর মাথা থেঁতলে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
স্থানীয় বাসিন্দা মো. মহিউদ্দীন জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন এবং পুলিশে খবর দেন। তিনি বলেন, নিহত নারীকে আমি আমার এলাকার বিভিন্ন স্থানে ঘুরা ফেরা করতে দেখেছি। সে মানসিক ভারসাম্যহীন নারী। সকালে রাস্তায় কুয়াশা ছিল বেশি। আমাদের ধারণা হয়তো কোনো চালকের গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে ওই নারী মারা যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেছে।