স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া সমস্যার সমাধান হবে না

ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে বক্তারা

| বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ৭৫ বছর যাবত ইসরাইলিরা অব্যাহতভাবে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে আসছে। ৭৫ বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনের উপর অমানবিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। বর্তমানে অব্যাহত বিমান হামলা চালিয়ে তারা গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করে এবং শত শত নিরীহ সাধারণ মানুষকে হত্যা করছে। ফিলিস্তিনের নির্যাতিতনিপীড়িত মুসলমানদের ওপর ইসরাইলের আগ্রাসী হামলা বিশ্ব মুসলিম উম্মাহর কলিজায় আঘাত হেনেছে। স্বাধীনসার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না, বিশ্ববাসীর কাছে এ কথা স্পষ্ট হয়ে গেছে। আমরা অবিলম্বে ফিলিস্তিনকে একটি সর্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টায় নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া। এতে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন মহানগরের সহ সভাপতি মাওলানা বোরহান উদ্দিন আল বারী, ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা মোসলেহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইবরাহীম খলিল, প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সেক্রেটারী মাওলানা শেখ আমজাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি আল মিজান মুহাম্মদ নোহেল, জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব দিদারুল মাওলা, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মদ নোয়াব মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন মহানগরের সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেড় কোটি টাকা করে ২৬১টি গাড়ি কিনবে সরকার
পরবর্তী নিবন্ধশপিং সেন্টারে চাকরি নিয়েছিলেন ‘নিখোঁজ’ ফাহিম