ভাইয়ের ছিনতাই করা পণ্য নিজের বলে বিক্রি করে বোন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ৬:৩২ পূর্বাহ্ণ

ভাই ছিনতাই করে। বোন ছিনতাইকৃত সেই পণ্য নিজের বলে বিক্রি করে দোকানে। পরে বিক্রির টাকা ভাগ করে নেয় নিজেরা। দীর্ঘদিন ধরে এমন করে আসছিল দুই ভাইবোন মো. আলাউদ্দিন (২৩) ও জাহেদা বেগম (৩৫)। তবে শেষ রক্ষা হয়নি তাদের। গত সোমবার নগরের সদরঘাট ও ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

কোতোয়ালী থানার এস আই মেহেদী হাসান সাংবাদিকদের জানান, গত ১৭ সেপ্টেম্বর রাতে টেরিবাজার এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক নারী। এ বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে মহিন নামে এক কিশোরকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর থানার উত্তর কাইতলা এলাকা থেকে আলাউদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে মহিন ও তার এক বন্ধুর সাহায্য নিয়ে তারা ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে পুলিশকে জানায়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদরঘাট থানার কদমতলী রউশন মসজিদ গলিতে অভিযান চালিয়ে তার বোন জাহেদাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা সোনার চেইন উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মী খুনের মামলার প্রধান আসামি গ্রেপ্তার