চবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

চবি প্রতিনিধি | বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

আগামী ১৩ অক্টোবরের গণতান্ত্রিক ছাত্র জোটের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের প্রচারপ্রচারণা ও লিফলেট বিতরণের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ কর্তৃক বাধাপ্রাপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। এসময় তাদের লিফলেট কেড়ে নেয় ও হামলা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ছাত্র সমাবেশকে সফল করতে লিফলেট বিতরণ করছিল ছাত্র জোটের নেতারা। এসময় ছাত্রলীগ বাধা দেয়। পরে ছাত্র জোটের নেতৃবৃন্দ প্রক্টর অফিসে গিয়ে ঘটনাটি জানায়। কিন্তু প্রক্টর হামলাকারীদের পক্ষ নিয়ে কথা বলেন। কথা শেষে অফিস থেকে বেরিয়ে আসার সময় ছাত্রলীগ গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের উপর আবারো হামলা করে। এতে বিপ্লবী ছাত্র মৈত্রীর চবি শাখার সংগঠক জাকির এবং নগর শাখার আহ্বায়ক আবিদ ইসলাম, পিসিপির চবি শাখার সভাপতি সুদেব চাকমা, সাধারণ সম্পাদক রোনাল চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের চবি শাখার সংগঠক ধ্রুব বড়ুয়া, নগর সংগঠক বিপ্লব দে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নগর সহসভাপতি রিপা মজুমদার হামলার শিকার হয়।

গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাইম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাভাপতি ছায়েদুল হক নিশান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার এবং বিপ্লবী ছাত্রযুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়া এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয়সমূহে অগণতান্ত্রিক পরিবেশ, ছাত্রলীগের সন্ত্রাস ও প্রশাসনের নীরব ভূমিকা এই ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থাকে টিকে রাখার পক্ষে কাজ করে চলেছে। দেশের জনগণের গণতান্ত্রিক অধিকারগুলো যেমন আওয়ামী লীগ হরণ করেছে তেমনি ক্যাম্পাসগুলোতে প্রশাসনের নীরব ভূমিকায় ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

জোট নেতৃবৃন্দ সমস্ত বাধা অতিক্রম করে ১৩ অক্টোবর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, শিক্ষা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের ৬ দফা দাবিতে সমাবেশ সফল করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধগার্মেন্টস শ্রমিকদের টার্গেট করে প্রতারণার জাল
পরবর্তী নিবন্ধচ্যালেঞ্জের মুখে গ্যাসের এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ