লোহাগাড়ায় আবদুল আজিজ নামে এক প্রবাসীর বসতঘর থেকে স্বর্ণ ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। তিনি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হাজির পাড়ার মৃত সোলাইমানের পুত্র।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে চুরির বিষয়টি জানতে পারেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। স্থানীয় ইউপি সদস্য আবদুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সরেজমিন গিয়ে প্রবাসী আবদুল আজিজের সাথে কথা বলে জানা যায়, সকাল ১০টার দিকে বসতঘর তালাবদ্ধ করে পরিবারের সকলে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে সেখান থেকে এসে বসতঘরের মূল দরজার তালা ভাঙা ও রুমের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।
চোরেরা বসতঘর থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা নিয়ে গেছে বলে জানান তিনি।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই সাইদুল জানান, চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।