চট্টগ্রাম রেঞ্জের মোট ৪ হাজার ৩৪টি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং প্রবেশ পথে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে স্বেচ্ছাসেবক দিয়ে তল্লাশির ব্যবস্থা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে অপপ্রচার চালিয়ে আইন–শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
গতকাল রেঞ্জের ডিআইজির সভাপতিত্বে ১১টি জেলার পুলিশ সুপারসহ পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে দুর্গাপূজা নিরাপদ, নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্দিরভিত্তিক কমিটি গঠনপূর্বক পূজা চলাকালীন স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নি নির্বাপক যন্ত্র রাখা, পূজামণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, জেনারেটর স্থাপন, গাড়ি পার্কিং ব্যবস্থা এবং আযান ও নামাজের সময় উচ্চ শব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন স্থানে বড় বড় শপিং সেন্টার, মার্কেট, বাজার, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে গুরুত্বারোপ করা হয়েছে বৈঠকে। সভায় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) প্রবীর কুমার রায়, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি, কমান্ড্যান্ট, রেঞ্জ রিজার্ভ ফোর্স শাহজাদা মো. আসাদুজ্জামান, পুলিশ সুপার (এডমিন), পুলিশ সুপার (অপারেশন্স), পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) সহ চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলার পুলিশ সুপারগণ ও জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।