সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক হলো ফুল। অনেকে বলেন ফুল নিসর্গের অলঙ্কার। ফুল যেমন স্বচ্ছ, নির্মল, তেমনি পবিত্র। ফুলের প্রতি মানুষের অনুরাগ আজন্ম। ফুলের মতো সুন্দর ও পবিত্র হতে মানুষ অন্যকে প্রাণিত করেন। পৃথিবীতে এমন কাউকে খুঁজে পাওয়া ভার, যে ফুল ভালোবাসে না, ফুলের সৌন্দর্যে অনুরক্ত হয় না।
গত ৭ অক্টোবর চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক, প্রাবন্ধিক, চা শিল্প নির্বাহী আমিনুর রশীদ কাদেরীর ‘ফুলের কথা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা এ কথা বলেন। দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী। অতিথি ছিলেন চবি উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম এ গফুর, দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম শফিকুল আলম, প্রকৃতিবিদ কবি মুশফিক হোসাইন। বাচিকশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন লায়ন জাহাঙ্গীর মিঞা এবং ধন্যবাদ বক্তব্য দেন, আবির প্রকাশনের স্বত্বাধিকারী মুহাম্মদ নুরুল আবসার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম একাডেমির পরিচালক নেছার আহমদ, দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, এস এম আবদুল আজিজ, রেজাউল করিম স্বপন, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, রুনা তাসমিনা, মুহাম্মদ মহসীন চৌধুরী, জসিম উদ্দিন খান, মোহাম্মদ জহির, নাসের রহমান, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, সৈয়দ খালেদুল আনোয়ার, মাহবুবা চৌধুরী, শাকিল আহমদ, নিজামুল ইসলাম সরফী, লিপি বড়ুয়া, সুমি দাশ, শিপ্রা দাশ, রায়হানা হাসিব, গৌতম কানুনগো, শাহ আলম নিপু, জাহানারা মুন্নী, জাহির মুনমুন, ফারজানা আজিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।