নিউজিল্যান্ডের টানা দ্বিতীয় জয়

স্যান্টনারের অলরাউন্ড নৈপুণ্য

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১০ অক্টোবর, ২০২৩ at ৯:৫৬ পূর্বাহ্ণ

নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে প্রথম পাঁচ জনের সবাই স্পর্শ করলেন অন্তত ত্রিশ। যার মধ্যে তিন জনের ব্যাট থেকে এলো ফিফটি। শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ের পর বল হাতেও জ্বলে উঠলেন মিচেল স্যান্টনার। কিউইরা পেল টানা দ্বিতীয় জয়।

নিউজিল্যান্ড এবার শুরু থেকেই দুর্দান্ত। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছিল নিউজিল্যান্ড। গতকাল সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কিউইরা।

হায়দরাবাদে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে উইল ইয়ং, রাচিন রাভিন্দ্র ও টম ল্যাথামের ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। ইয়ং ৭০, রাচিন ৫১ ও ল্যাথাম ৫৩ রান করেন। এছাড়া কনওয়ে ৩২,মিচেল ৪৮ এবং স্যান্টনার ৩৬ রান যোগ করেন। ৩২৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬৭ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। এরপর তেজা নিদামানারুকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন কলিন আক্রম্যান। তবে দলীয় ১১৭ রানে ২৬ বলে ২১ রান করে আউট হন নিদামানারু। এরই মাঝে নিজের অর্ধশতক পূর্ণ করেন আক্রম্যান। দলীয় ১৫৭ রানে ৭৩ বলে ৬৯ রান করে সাজঘরে ফিরে যান আক্রম্যান। তার বিদায়ের পর পরের ব্যাটাররা হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। এডওয়ার্ডস ৩০ এবং এনজেলব্রেচ ২৯ রান করেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৬.৩ ওভারে ২২৩ রানে অলআউট হয় ডাচরা। ৯৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। দলের পক্ষে ৫৯ রানে ৫ উইকেট নেন মিচেল স্যান্টনার। হেনরী পান ৩ উইকেট। নিউজিল্যান্ডের স্যান্টনার ৩৬ রান এবং ৫ উইকেট লাভের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন।

পূর্ববর্তী নিবন্ধজামায়াতের শ্রমিক ফেডারেশনের নগর সম্পাদক মকবুল গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধতিন চিকিৎসক দিয়েই চলছে ওয়ার্ড