দুই দিন বিরতির পর আজ আবার মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের খেলা সমুহ দুদিন বন্ধ থাকার পর আজ আবার মাঠে গড়াচ্ছে। বৃষ্টির কারনে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় দুই দিন খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন। দুই দিন আগে সবশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল সিটি কর্পোরেশন একাদশ এবং মাদারবাড়ি উদয়ন সংঘ। গত শনিবার এবং রোববার বন্ধ থাকার পর আজ আবার মাঠে গড়াচ্ছে লিগের খেলা সমুহ। আর দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে শতদল ক্লাব এবং কোয়ালিটি স্পোর্টস ক্লাব। লিগে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি শতদল ক্লাব। চার ম্যাচের তিনটিতে ড্র করেছে। শেষ ম্যাচটিতে হেরেছে তারা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি একাদশের কাছে। অপরদিকে কোয়ারিটি স্পোর্টস ক্লাবও তাদের শেষ ম্যাচটিতে হেরেছে কিষোয়ান স্পোর্টিং ক্লাবের কাছে। চার ম্যাচে তাদের পয়েন্ট ৭। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কোয়ালিটি। আর কিষোয়ান প্রথম স্থানে। তাই আজকের ম্যাচে জিতে নিজেদের পয়েন্ট আরো বাড়াতে চাইবে কোয়ালিটি সেটা বলাই যায়। অপরদিকে শতদল ক্লাবও প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে আজ। দুই দলের লক্ষ্য যেহেতু একই সেহেতু বলা যায় ম্যাচটি বেশ উপভোগ্যই হবে। এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল সোয়া তিনটায় শুরু হবে ম্যাচটি ।

পূর্ববর্তী নিবন্ধমিরাজ-সাকিবে মুগ্ধ হাফিজ ও রমিজ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.১৭ কোটি টাকা