এক ব্যাগ রক্ত মানুষের জীবনে আরেকটা নতুন জীবন দান করে। রক্তদাতা অনেক মহান হৃদয়ের মানুষ। যেখানে একটু হাত কেটে গেলে বা টেস্ট করানোর জন্য সিরিজে ব্লাড নেওয়ার সময় আমাদের মনে হয় শরীর থেকে অনেক রক্ত নিয়ে যাচ্ছে সেখানে এক ব্যাগ রক্ত মানে অনেক কিছু। একজন যোদ্ধার যে সাহস রক্তদাতারও ঠিক ততটা সাহস বলতে হবে। আনন্দের কথা হলো আমাদের যুবসমাজ রক্তদানে এগিয়ে এসেছে। কেউ বলার সাথে সাথে দ্বিতীয়বারও ভাবে না। কোনো টাকা বা কোনো কিছুর বিনিময়ে রক্ত দেয় না। শুধু মানবিকতায় এগিয়ে আসে। ১ দিনের শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিদের ও হঠাৎ এমন ব্লাডের প্রয়োজন যখন পড়ে। চারিদিকে খুঁজেও এক ব্যাগ সব ঠিকঠাক মতো রক্ত পাওয়া অনেক কঠিন ব্যাপার। যদিও কেউ স্বেচ্ছায় এগিয়ে আসে তখন আগে দেখতে হবে সুস্থ কিনা অন্য কোন রোগ বা সমস্যা আছে কিনা। ১৮ থেকে ৩৫ বছরের হলে মোটামুটি সবাই নির্ভয়ে রক্ত গ্রহণ করে। ঠেকে গেলে বুঝতে পারে গুরুত্ব। যখন নিজের রক্তের প্রয়োজন হলো তখন বুঝলাম এটা এতটা সহজ নয়, রক্ত দেওয়া এবং গ্রহণ করা অনেক কঠিন। গভীর রাতে রক্তের দরকার আমার বোনের চেয়েও বেশি এক ডাক্তার দিদি বলার সাথে সাথে এক ব্যাগ রক্ত আরেক ডাক্তার ভাইকে দিয়ে যোগাড় করে দিল। আমার ভাইয়ের বন্ধুরা আর আমার বান্ধবী সবাই আমাকে নিজের বোনের মতো মনে করে লাইন ধরে রক্ত দিতে প্রস্তুত। বাঁচার ইচ্ছে বেড়ে গেলো। এত ভালোবাসা কেমনে ভুলে যাব। ধন্যবাদ দেবারও সময় পেলাম না। তখন মনে হলো রক্ত দিতে সবাইকে উৎসাহিত করা দরকার। এক ব্যাগ রক্ত একটা নতুন জীবন দিতে পারে।