মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগরের মতবিনিময় সভা

| রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ১০:৩৬ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর ও জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা জেলা কমান্ড কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং মহানগর কমিটির মোবারক উল্লাহ মাসুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটির ভারপ্রাপ্ত কমান্ডার সরওয়ার কামালা দুলু। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদি হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল হক, সদস্য রফিক উদ্দিন বাবুল, জিয়াউল করিম মোহাম্মদ তারেক, নাজিম উদ্দিন আসমল। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মসরুর হোসেন, সদস্য সচিব হোসেন সরওয়ার্দী, নাজমুল হাসান পিন্টু, আশিকুর নবী চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবদুস শুক্কুর মিয়া, সদস্য এনায়েতুর রহমান রাব্বি, কক্সবাজার জেলা সভাপতি এম নুরুল হাকিম নুকী, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি তানিয়া আক্তার, মো. রাশেদুল হাসান আদনান, আবু সালেহ, নুরুল আলম। উপস্থিত ছিলেন জিয়াউদ্দিন আহমেদ, সৈয়দ এনায়েতুর রহমান, ওয়াসান খতিব, আশরাফ ইমু, মাহাবুবুল আলম নওশাদ, নুরুল নবী রুমী। সভায় বক্তারা আগামী ২৭ অক্টোবর ঢাকা শাহবাগ মোড়ে সুরক্ষা আন্দোলনে মুক্তিযোদ্ধার স্বপক্ষের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাহারছড়া ইউনিয়ন শিশু পরিষদ নির্বাচন
পরবর্তী নিবন্ধমহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ