ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে আগামী ১২ অক্টোবর হতে ২ নভেম্বর মোট ২২ দিন মা ইলিশ আহরণ, ক্রয়–বিক্রয়, নিষিদ্ধ উপলক্ষে জেলা মৎস্য দপ্তর চট্টগ্রামের উদ্যোগে গতকাল শনিবার আকমল আলী ঘাটে জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দের সভাপতিত্বে এক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি আমিনুল হক সরকার বাবুল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীর কন্টিজেন্টস কমান্ডার মামুনুর রশিদ, কোস্ট গার্ড পতেঙ্গা বেইজের কন্টিজেন্টস কমান্ডার তৌহিদ এবং নৌ পুলিশের এসআই সঞ্জীব নাথ। বক্তব্য রাখেন হরিদাস, হাজী ইসমাইল, মো: কাউসারুজ্জামান, সোনা বাবু প্রমুখ। সভায় জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ইলিশ উৎপাদনে এশিয়াতে বাংলাদেশ প্রথম। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, ক্রয়–বিক্রয় সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে। তিনি উক্ত নিষেধাজ্ঞা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












