নগরীর ৯ ও ১০ নং ওয়ার্ড এলাকায় বসবাসরত সনাতন হিন্দু সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন গতকাল শনিবার মোস্তফা হাকিম কলেজ মিলনায়তনে সাবেক মেয়র এম. মনজুর আলমের সাথে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় করেন। সভায় এম. মনজুর আলম বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র যেখানে সকল ধর্মের মানুষ সম্পূর্ন নিরাপদ। তিনি বলেন, আমি একজন মানবসেবক আমি সকলকে মানুষ হিসেবে সম্মান করি। হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মতবিনিময়ে সভাপতিত্ব করেন ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। উপস্থিত ছিলেন লোকমান আলী, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, বীরেন্দ্র লাল দে, বুলবুল সেন, জগদিশ দাস, নন্দ হরি দাস, চামেনী কুমার দে, সবুজ দত্ত, অরুন দেব রায়, নিকাশ মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












