চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা আবদুল মালেক শাহ রাহে ভাণ্ডারীর বার্ষিক ওরছে হায়াতী আগামী ২৩ অক্টোবর বোয়ালখালী কধুরখীলে দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবারের শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওরশে আগত ভক্তদের উদ্দ্যেশে তকরির পেশ করবেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। ওরশে সকলকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












