বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মাহবুবুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে থানা পুলিশের এসআই নুর মোহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে থানার মূলক ফটকের ৩০ গজ দক্ষিনে কালীবাড়ী রোডের মুখে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে। সে কঙবাাজার জেলার উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার মোহাম্মদ আলীর পুত্র। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, অপরাধ নির্মূলের অংশ হিসেবে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাহবুবুর রহমান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের মামলা সহ আদালতে সোপর্দ করা হবে। অপরাধ রোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।












