উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করা হবে

মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার

| শনিবার , ৭ অক্টোবর, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম বলেছেন, প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আসন্ন শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করা হবে। এ ব্যাপারে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি গত ৫ আগস্ট দুপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। নগরীর ষোলশহরস্থ জেলা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় পূজা পরিষদ নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গোৎবের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং সুষ্ঠুভাবে উদ্‌যাপনে সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সন্তোষ দাশগুপ্ত, সাধারণ সম্পাদক রুবেল দেব, পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অরূপ রতন চক্রবর্তী, প্রাক্তন সভাপতি জিতেন কান্তি গুহ। উপস্থিত ছিলেন অলক কুমার দে, ইঞ্জিনিয়ার ভবশংকর ধর, মাধাই চন্দ্র নাথ, রাজিব সেন, শ্যামল বিশ্বাস, অধীর দে, উৎপল সেন, নরেশ দেব, রাজু ধর, ডা. সুজন নাথ, গৌতম শংকর ধর, বিকাশ চন্দ্র দাশ, এড. বিবেকানন্দ চৌধুরী, ডা. আর.কে দাশ রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির মিলাদ মাহফিল