লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উদ্যোগে বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান উপজেলার পাবলিক হলরুমে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন তপন কান্তি দাশের সার্বিক সহযোগিতায় সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি পলাশ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএ মোতালেব। উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীনিবাস দাশ সাগর। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা মাস্টার সুনীল কুমার চৌধুরী। মহান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। প্রধান বক্তা ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন তালুকদার।
পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক খোকন সুশীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ ও ডা. বিধান মিত্র, ঐক্য পরিষদ দক্ষিণ জেলার প্রচার সম্পাদক রিটু দাশ বাবলু, নুরুল ইসলাম, শিক্ষক সুজিত পাল, সুভাষ চন্দ্র নাথ, শিক্ষক রিটন বিশ্বাস, শিক্ষক শংকর কর্মকার, শিক্ষক অনুপ কুমার দাশ, ডা. সনজীব সুশীল, ধনচরণ দেবনাথ ও শিবুপদ চৌধুরী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।